Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Joining of Mr. Md. Jalal Uddin as Director General of SRDI
Details

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক হিসেবে ২২ অক্টোবর, ২০২৩ যোগদান করেছেন বিশিষ্ট মৃত্তিকা বিজ্ঞানী জনাব মোঃ জালাল উদ্দীন। জনাব জালাল উদ্দীন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ এর অধীনে শেরেবাংলা নগরস্থ তৎকালীন বাংলাদেশ কৃষি ইনস্টিটিউট থেকে ১৯৮৯ সালে অনুষ্ঠিত বিএসসি এজি (অনার্স) পরীক্ষায় প্রথম শ্রেণীতে ১৯তম পজিশন লাভ করেন। তিনি অত্যন্ত বিনয়ী, মেধাবী ও কারিগরি বিষয়ে দক্ষ একজন মৃত্তিকা বিজ্ঞানী।তিনি ১৫তম বিসিএস পরীক্ষার মাধ্যমে ১৯৯৫ সালে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসাবে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটে যোগদান করেন।তিনি ১২ (বার) টি উপজেলা ভূমি ও মৃত্তিকা সম্পদ ব্যবহার নির্দেশিকা (উপজেলা নির্দেশিকা) ও ১০ (দশ) টি ইউনিয়ন সহায়িকা প্রণয়ন করেছেন।২০০২ সালে জাইকাজাপান কর্তৃক উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে তিনি বাছাইকৃত হয়ে সয়েল ডায়াগনোসিস এন্ড এনভাইরনমেন্টাল কনজারভেশন বিষয়ের উপরে ৯০ দিনের প্রশিক্ষণ সফলতার সাথে সম্পন্ন করেছেন।এছাড়াও তিনি ২০২২ সালে মালয়েশিয়া গমন করেন এবং “সয়েল ম্যানেজমেন্ট এন্ড জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম (জিআইএস) এর উপর প্রশিক্ষণ গ্রহণ করেন। 

তাঁর স্ত্রী জনাবা নাজনীন আক্তার। তিনি একজন সুগৃহিনী। ব্যক্তি জীবনে তাদের এক পুত্র সন্তান রয়েছে। তাঁর পুত্র জনাব শাফায়েত আহমেদ বর্তমানে দিনাজপুর এম এ রহিম মেডিকেল কলেজে চতুর্থ বর্ষে অধ্যয়নরত।

Images
Attachments
Publish Date
23/10/2023
Archieve Date
01/02/2025