Wellcome to National Portal
Main Comtent Skiped

About

এসআরডিআই-এর কার্যাবলী

  • আকাশ চিত্র বিশ্লেষণ, মাঠ জরিপ ও গবেষণাগারে মৃত্তিকা নমুনা বিশ্লেষণের ফলাফলের ভিত্তিতে সমগ্র বাংলাদেশের মৃত্তিকা জরিপ সম্পন্নকরণ।
  • বিভিন্ন উপকারভোগী প্রতিষ্ঠানের উন্নয়ন প্রকল্প এলাকা এবং গবেষণা খামার-এর বিস্তারিত/আধা-বিস্তারিত মৃত্তিকা জরিপ সম্পন্নকরণ।
  • সেচ সুবিধাযুক্ত এলাকা ও ফসল উৎপাদন ক্ষমতা মূল্যায়নের জন্য মৃত্তিকা জরিপ কাজ করা।
  • সমস্যাক্লিষ্ট মৃত্তিকা (যথা- বিষাক্ত, লবণাক্ত, ক্ষারীয় বা পীট মাটি), মৃত্তিকা অবক্ষয় এবং মৃত্তিকা ক্ষয় (পানি বিভাজিকা এলাকা) এলাকা চিহ্নিতকরণ এবং তা দূরীকরণের পরিকল্পনা প্রণয়ন ও পানি বিভাজিকা ব্যবস্থাপনার জন্য মৃত্তিকা জরিপ করা।
  • বিভিন্ন জরিপের মাধ্যমে চিহ্নিত মৃত্তিকাসমূহের কোরিলেশন।
  • মাঠ পর্যবেক্ষণের ফলাফল যাচাই ও পরিস্কার করার লক্ষ্যে মৃত্তিকা, পানি ও উদ্ভিদ নমুনার রাসায়নিক